Pages

Sunday, October 21, 2012

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের (এসইও) নিয়ম


এসইও প্রয়োজন কেন ?
এ প্রশ্নের উত্তরে বরং প্রশ্ন করা যায়, কোন ওয়েবসাইট বা ব্লগ কিভাবে মানুষ খুজে পান। উত্তর সহজ। সার্চ ইঞ্জিন ব্যবহার করে। বাংলা-টেকস  লিখে সার্চ করলে সার্চ লিষ্টের শুরুতেই এই ব্লগের নাম পাওয়া যায়। কারন যথেষ্ট পরিমান ভিজিটর এই ব্লগ ব্যবহার করেন এবং বাংলা-টেকস শব্দটি এমনভাবে ব্যবহার করা হয়েছে যেন সার্চ ইঞ্জিন সেটা সহজে পায়।
সার্চ ইঞ্জিন (যেমন গুগল) এর স্পাইডার নামের একটি অংশ নিজে থেকেই প্রতিটি সাইটে ঢুকে সেখানে কি কি তথ্য আছে দেখে নেয়। সেই তথ্যগুলি (কিওয়ার্ড) ব্যবহার করে সার্চ করলে সেই সাইটের নাম লিষ্টে দেখানো হয়। যত বেশিবার সেটা করা হয় সার্চ রেজাল্টের লিষ্টে তত ওপরের দিকে নাম আসতে থাকে।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে সাইটকে এমনভাবে রাখা যেন সার্চ ইঞ্জিন সহজে খুজে পায়।
এজন্য যা করতে পারেন;

Saturday, July 07, 2012

হ্যালো প্রধানমন্ত্রী...

প্রধানমন্ত্রী বুধবার সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে তার দুটি মোবাইল ফোনের নম্বর এবং ই-মেইল ঠিকানা নাগরিকদের জন্য প্রকাশ করে বলেন, তার পরিবারের সদস্যদের নাম ভাঙিয়ে কেউ কমিশন চাইলে বা অবৈধ সুযোগ নেওয়ার চেষ্টা করলে তাকে জানাতে। 



শেখ হাসিনা সংসদে বলেন, “আমি, আমার ছোট বোন এবং আমাদের পাঁচ ছেলে-মেয়ে ছাড়া আমার আর কোনো পরিবার নেই। এর বাইরে আমার কেউ নেই।” 

মাহবুবুল হক শাকিল জানান, অধিকাংশ ফোনই এসেছে পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রীর অবস্থানের জন্য তাকে অভিনন্দন জানিয়ে। অনেকে আবার শবে বরাতের রাতে ফোন করে প্রধানমন্ত্রীর দোয়া চান। 

শাকিল বলেন, “একজন ফোন করে প্রধানমন্ত্রীকে বলেন, ‘আমার বিশ্বাসই হয়নি-আপনি ফোন ধরবেন’। 

“একজন আবার ফোন করে প্রধানমন্ত্রীকে বলেন, ‘আপনি কী সত্যিই শেখ হাসিনা বলছেন’?’” 

Tuesday, July 03, 2012

অভিনন্দন! ফ্রিল্যান্সারের এসইও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো ডেভসটিম...


বিশ্বের সবচেয়ে বড় ক্রাউডসোর্সিং মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার ডটকম আয়োজিত ‘কনটেন্ট ডেভেলপমেন্ট এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন’ প্রতিযোগিতায় বিশ্বসেরা সার্চ ইঞ্জিন অপটিমাইজার এবং কনটেন্ট ডেভেলপার হিসাবে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছে বাংলাদেশী ‘ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি এবং ইন্টারনেট মার্কেটিং সেবাদাতা প্রতিষ্ঠান ডেভসটিম । গতকাল মঙ্গলবার ফ্রিল্যান্সারের ফেসবুক ফ্যানপেইজ এবং ফ্রিল্যান্সারের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে।
ফ্রিল্যান্সার কেয়ার ডটকম ঠিকানার ওয়েবসাইটের কনটেন্ট ডেভেলপমেন্ট এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে সব প্রতিযোগিকে ছাড়িয়ে শীর্ষে থাকার জন্য ডেভসটিমকে চ্যাম্পিয়ন হিসাবে ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ফ্রিল্যান্সার কর্তৃপক্ষ। ডেভসটিমের পরে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে পাকিস্তানের দল এনলাইটেনটেকনো এবং অস্ট্রেলিয়ার দল অ্যাটোমিক অ্যাপস।

Sunday, July 01, 2012

উইন্ডোস এ Run সর্টকাট বানান খুব সহজে... ।

আসসালামু আলাইকুম,

আজ আপনাকে দেখাবো কিভাবে উইন্ডোস এ Run মেনু সর্টকাট বানানো যায়। একদম সাধারন একটা কাজ।
প্রথমে আপনার ডেস্কটপে রাইট বাটন ক্লিক করুন। তারপর New মেনু থেকে Shortcut অপশনে ক্লিক করুন। এখন আপনি যে ফাইল/ফোল্ডার Run মেনুতে এড করতে চান সেটা  সর্টকাট বানিয়ে ফেলুন।আপনি কি নাম দিচ্ছেন সেটা মনে রাখুন। 

Saturday, June 30, 2012

ইন্টারনেটে একটা ছোট আয়ের পথ... (ad.ly)

এডফ্লাই বিনামুল্যের ওয়েব এড্রেস (URL) ছোট করার ব্যবস্থা। এর বিশেষ বৈশিষ্ট হচ্ছে এই সেবা ব্যবহার করলে তারা টাকা দেয়।
স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে তাদের সেবা ব্যবহার করলে তারা টাকা দেবে কেন।
তাদের সেবা ব্যবহার করে নির্দিস্ট পেজে গেলে প্রতিটি পেজে তাদের বিজ্ঞাপন দেখা যাবে। তারা টাকা দেয় মুলত সেই বিজ্ঞাপন দেখার জন্য। সেই অর্থে এটা মুলত বিজ্ঞাপন নেটওয়ার্ক। ইচ্ছে করলে বিজ্ঞাপন বাদ দেয়া যায়, কাজেই ইন্টারনেট ব্রাউজ করতে খুব সমস্যা হওয়ার কথা না।